বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। ১৭ জানুয়ারি সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন : মোঃ আরিফ হোসেন (৩২), মোঃ সাইফুল ইসলাম (৩২) ও মোঃ মিঠু (২৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, এদিন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের সরকার বাড়ির সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় মাদককারবারি মোঃ আরিফ হোসেনের কাছ থেকে ১৫০ পিচ, মোঃ সাইফুল ইসলামের কাছ থেকে ১০০ পিচ ও মোঃ মিঠুর কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, তথ্যদাতার নাম গোপন রাখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়