বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

ঘোষপাড়া গীতা মন্দির কমিটির সাথে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরস্থ পুরাণবাজার পুলিশ ফাঁড়ির আইসি রাজীব শর্মা পুরাণবাজার ঘোষপাড়া গীতা মন্দির কর্মকর্তাদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি মন্দির প্রাঙ্গণে এলে মন্দির কমিটির সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক হরি ভূষণ দাস হরিসহ কমিটির নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন জানান। এ সময় চাঁদপুর মডেল থানার এসআই মিন্টু দত্ত, নয়ন আচার্যী, সনেট, মন্দির কমিটির গোপাল চন্দ্র দে, কেশব লাল মজুমদার, বিমল চৌধুরী, পাঠক বলরাম দেবনাথ, জয়দেব মজুমদার, শংকর দত্ত, পার্থ ঘোষ, শ্রীকৃষ্ণ ঘোষ, শিক্ষিকা অর্পণা মজুমদার, ভাষাণ ঘোষ, মিতা কুণ্ডু, অরুণ চন্দ্র ঘোষ, দুঃখীরাম ঘোষ, পাঠক নিতাই দেসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজীব শর্মা মন্দিরের সেবা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আগত অতিথিসহ সকলকে প্রসাদে আপ্যায়িত করা হয়। মন্দির কমিটির সভাপতি বিবেক লাল মজুমদার মন্দিরের নাট-মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অনতিবিলম্বে তা নির্মাণে জাতি, ধর্ম, নির্বিশেষ সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়