বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ শীতকালীন পিঠা উৎসব
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বিকেলে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে ১০টি পিঠার স্টল বসানো হয়। স্টলগুলোতে নকশি পিঠা, নারকেল পুলি পিঠা, জামাই পিঠা, ঝিনুক পিঠা, গোকুল পিঠা, দুধ পিঠা, সবুজ পিঠা, গোলাপ পিঠাসহ বাহারি রকমের পিঠা পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারেক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবরার আহ্মেদ, এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ইউএনও তাসলিমুন নেসা তার বক্তব্যে বলেন, বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের অংশ ওই পিঠা। সুদীর্ঘকাল থেকে আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে শীতের সময় নানা ধরনের পিঠা তৈরির ধুম পড়তো। কিন্তু কালের বিবর্তনে আজ অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে। এখনো গ্রামে গ্রামে পিঠার এই আয়োজন দেখা যায়। তাই এসব ঐতিহ্য ধরে রাখার মানসে এবং এই উৎসবকে সামনে রেখে পরস্পরের সাথে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। স্বল্প পরিসরে আপাতত শুরু হলেও আশা করছি ভবিষ্যতে এই পিঠা উৎসব বড় আকারে হবে ফরিদগঞ্জে। উৎসব শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী ও ভালো আয়োজনের জন্য পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়