বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নতুন কাযকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডঃ সহিদ উল্যাহ কায়ছার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী।

গত ১১ জানুয়ারি বুধবার সমিতির কার্যকরী কমিটির সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ চৌধুরী আবুল কালাম আজাদ, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডঃ শিপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাসুদ প্রধানীয়া, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, দপ্তর সম্পাদক অ্যাডঃ জামাল হোসেন, কার্যকরী সদস্য অ্যাডঃ মোজাফফর হোসেন সেলিম, অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান ও অ্যাডঃ সানজিদ হাছান সানি।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ মোস্তাক আহমেদসহ অন্য আইনজীবীবৃন্দ।

সমিতির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডঃ সহিদ উল্যাহ কায়ছার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী এ প্রতিবেদককে জানান, আমাদের আইনজীবীদের নিয়ে এ সংগঠন। কাল ১৮ জানুয়ারি আমরা অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়