বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

বেদে কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা কর্মসূচি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

কৈশোরবান্ধব চাঁদপুর সদর উপজেলা প্রকল্পের প্রবক্তা ডাঃ সাজেদা বেগম পলিন তাঁর উদ্ভাবনী কার্যক্রম ‘কৈশোরবান্ধব প্রকল্পের’ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকাকালীন এই প্রকল্পটি তিনি পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেছিলেন। তাঁর এই কার্যক্রমটি পুরো জেলায় সাড়া পেয়েছে। এখন তিনি জেলা সদর হাসপাতালেও এই কার্যক্রম শুরু করেছেন। ডাঃ পলিন বর্তমানে আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক। এখানে এসেও তিনি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন। সমাজের অবহেলিত জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের কিশোরীদের স্বাস্থ্য সচেতন করার উদ্যোগ নেন তিনি।

গতকাল রোববার জেনারেল হাসপাতালের নিচতলায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে এবং নদীতে ভাসমান অবস্থায় বসবাসকারী বেদে সম্প্রদায়ের কিশোরীদের নিয়ে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বিষয়ে অবহিতকরণ সভা করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। ডাঃ সাজেদা বেগম পলিনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার। অনুষ্ঠানে কিশোরীদের সাধারণ গাইনী সমস্যা, গর্ভবতীদের চেকআপের গুরুত্ব এবং মাসিকের সময় পরিচ্ছন্নতা বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। এ সবের গুরুত্বও তুলে ধরা হয়। এ আয়োজনে অংশ নেয়া কিশোরীদের সেনেটারী প্যাড দেয়া হয় এবং তাদেরকে পুষ্টিকর খাবার দেয়া হয়। ডাঃ সাজেদা বেগম পলিনের ব্যক্তিগত অর্থে এ আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়