বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন ও ২০ জন স্কুল ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি রোববার দুপুরে বিভিন্ন উপকরণ প্রদানের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

উপজেলা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০ ভিক্ষুকের মধ্যে ২ জনকে মুদি মালামাল, ২ জনকে সেলাই মেশিন ও থান কাপড় এবং ৬ জনকে গাভীর বাছুর প্রদান করেন। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপ্রধানে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ২০ জন স্কুল ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। এই শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ৩ থেকে ৬ কিলোমিটার দূর থেকে আসা-যাওয়া করতো। তাই তাদেরকে সরকারি অর্থায়নে এই বাইসাইকেল প্রদান করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণসহ অন্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়