প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি রোববার দুপুরে সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, অ্যাডঃ নজরুল ইসলাম, অ্যাডঃ মান্নান মিয়াজী, অ্যাডঃ মেরাজ সিদ্দিক, ২০২২ সালে সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ.এন.এম. মাইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ গোলাম কাউছার শামীম, সম্পাদক ফরমস অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাডঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ সাফায়েত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মাসুদ রানা, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ আবু কাউছার, অ্যাডঃ শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডঃ তাছলিমা আক্তারসহ অন্য আইনজীবীগণ।
বিকেলে বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। দুপুরে সমিতির পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।