বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আমাদেরকে উৎসব উদযাপন করতে হবে
বিমল চৌধুরী ॥

আগামী ২৬ জানুয়ারি আসন্ন সরস্বতী পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখার আয়োজনে জেলা ও সদর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পূজারীদের ব্যাপক উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাঁদপুরে সরস্বতী পূজার একটি ঐতিহ্য রয়েছে। পূজার পরদিন ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী প্রতিমা নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে প্রশাসন থেকে শুরু করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমরা এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরস্বতী পূজা একসময় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন আর তা নেই। এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সকল বয়সের ভক্তবৃন্দ ক্লাব, পাঠাগার, বাসা-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, দেবী সরস্বতীর আরাধনার আয়োজন করে থাকেন। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদের এ আয়োজনকে স্বাগত জানাই। তবে আমাদেরকে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ রক্ষা করে এর সকল আয়োজন সম্পন্ন করতে হবে। উৎসব উদযাপন করতে গিয়ে কারো ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না আসে সেদিকে লক্ষ্য রাখার জন্যও তিনি পূজারীদের প্রতি অনুরোধ জানান এবং উৎসবের সফলতা কামনা করেন।

চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন সরকার জয় ও জুয়েল কান্তি নন্দুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুর রশিদ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা পরিষদের কল্পনা সরকার, সুজন সরকার, লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদারসহ পূজারীগণ। পূজার পরদিন বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলেও জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়