প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
পুরাণবাজারে ফেইথ বাংলাদেশসহ বেশ ক’টি সংগঠনের যৌথ উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও শীতার্তদের কম্বল দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১ হাজার মানুষের জন্যে এ আয়োজন করা হয়।
কার্যক্রম প্রসঙ্গে ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, আমরা সারাদেশেই মানবিক নানাবিধ কার্যক্রম করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে প্রায় ১ হাজার মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিচ্ছি। পাশাপাশি শীতার্তদের জন্যেও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। আমরা যাতে সবসময় মানুষের জন্যে এভাবেই কাজ করতে পারি সেজন্যে সবার দোয়া চাই।
এ সময় কৃষি ব্যাংক চাঁদপুরের এজিএম আরশাদুজ্জামান, পুরাণবাজার এমএইচ (মধুসূদন হরিসভা) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, গ্রীণ বাংলা নিউজের সম্পাদক আশিক খানসহ অনেক সুধীজন উপস্থিত ছিলেন।