বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরে বিশ্ব বিবেকানন্দ যুব দিবস পালিত
অনলাইন ডেস্ক

বিশ্ব বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে বৃহস্পতিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সন্ধ্যা ৭টায় সংক্ষিপ্ত আলোচনা সভার উদ্বোধন করেন চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী। সংগঠনের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি মানিক পোদ্দারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রাণকৃষ্ণ দেবনাথ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব সংঘের সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, সহ-সভাপতি সুমি সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে সুদীপ কর ও সোমা দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পর দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়