প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মুন্সিরহাট সপ্রাবির সাবেক সহকারী শিক্ষক জয়নাল আবেদীন হাজরা আর নেই](/assets/news_photos/2023/01/13/image-28353.jpg)
মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম দিঘলদি হাজরা বাড়ির সাবেক মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম জয়নাল আবেদীন হাজরা গতকাল ১২ জানুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। বাদ এশা তার জানাজার নামাজ মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্তানে মরহুমের লাশ সমাহিত করা হয়।