প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![পুরাণবাজার গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে আজ মহোৎসব](/assets/news_photos/2023/01/13/image-28345.jpg)
চাঁদপুর পুরাণবাজার হিন্দু কর্মচারীবৃন্দের আয়োজনে পুরাণবাজার শ্রীশ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত তিনদিনব্যাপী অহরহ ২৪ প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আজ শেষদিন। আজ ১৩ জানুয়ারি শুক্রবার কীর্তন চলাকালে অনুষ্ঠিত হবে মহোৎসব অনুষ্ঠান, মহোৎসবসহ আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি কামনা করেছেন পুরাণবাজার হিন্দু কর্মচারীবৃন্দ। দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানটি ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে গত ১০ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টায় গঙ্গা আবাহন ও মঙ্গলঘট স্থাপনসহ অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভসূচনা হয়। পরদিন বুধবার ভোর থেকে শুরু হওয়া ২৪ প্রহর নামকীর্তন আগামীকাল ১৪ জানুয়ারি শনিবার সূর্যোদয়ের সাথে সাথে নগরকীর্তন, দধিভা- ও জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানা যায়।
তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে হরিনাম কীর্তন পরিবেশন করেন বাসুদেব সম্প্রদায় ফরিদপুর, অমৃতবাণী সম্প্রদায় নেত্রকোনা, জগদানন্দ সম্প্রদায় পিরোজপুর, শ্রীরাম সংঘ চাঁদপুর, প্রিয় গোপাল সম্প্রদায় বাগেরহাট, রামকুঞ্জু সম্প্রদায় রামগঞ্জ। অনুষ্ঠান শুরুর পূর্ব দুদিন ৮ ও ৯ জানুয়ারি শ্রীমদ্ভাগবত পাঠ করেন চাঁদপুর মতলবের পাঠক সঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিন স্থানীয়সহ দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের জন্যে প্রসাদের ব্যবস্থা ছিলো লক্ষণীয়।
মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী স্বর্গীয় পরেশ চন্দ্র সাহার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন তার বিশাল গোডাউনে (এ স্থানে প্রসাদ গ্রহণের মত সকল সুযোগ-সুবিধা বিদ্যমান) প্রসাদগ্রহণের ব্যবস্থা রাখায় ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। আয়োজিত সকল অনুষ্ঠানজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ ফুটে উঠে।