বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের নির্দেশনাক্রমে গতকাল (১১ জানুয়ারি) বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। হঠাৎ এই কর্মসূচির ঘোষণায় উপজেলার দূর-দূরান্ত থেকে ভূমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষ বিপাকে পড়ে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলীকে তার এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার উস্কানি ও নির্দেশে কতিপয় দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করে।

এমন ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারই অংশ হিসেবে ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করে। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি ফরিদগঞ্জ দলিল লেখক সমিতি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ আরিফুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলীকে তার এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে যে নির্মমভাবে হামলা করা হয়েছে এটি অত্যন্ত দুঃজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি দাবি করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়