প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ](/assets/news_photos/2023/01/12/image-28310.jpg)
জনস্বার্থে আবারও নতুন করে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি ইতোমধ্যে চাঁদপুরে বেশ ক’টি বিষয়ে সাধারণ জনগণ যে বারবার ভুল করে মাশুল দিচ্ছেন, সেসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করছেন।
চাঁদপুরে দিনের বেলায় বিভিন্ন বাসা-বাড়িতে একের পর এক চুরি, শহরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় এবং জ্বীনের বাদশার মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, শহরের যানজট নিরসনে জনগণকে সচেতনতা করার লক্ষ্যে তিনি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অর্থাৎ শহরের পালবাজার ব্রীজের গোড়ায়, শপথ চত্বর কালিবাড়ি মোড়, জোড় পুকুরপাড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়কসহ অন্য স্থানে মাইক লাগিয়ে থানা থেকে একের পর এক সতর্কবার্তা প্রচার করে জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার দুপুর থেকে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদ শহরের এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইক লাগিয়েছেন। বিকেল থেকে তিনি তার নিজ অফিস কক্ষে বসে একের পর এক জনগণকে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক বার্তা দিয়ে যাচ্ছেন। তার এই ঘোষণার পর থেকে পুরো শহরে হইচই পড়ে যায়। মডেল থানার ওসির এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানান।
এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদের সাথে কথা হলে তিনি জানান, চাঁদপুর শহরের যানজট নিরসনে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে এবং অপরাধীদের অপরাধ রোধ করার লক্ষ্যে পুরো শহর জুড়ে এভাবেই আমরা মাইকিংয়ের ব্যবস্থাগ্রহণ করবো এবং অপরাধ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে সকলের সহযোগিতা চাই।