প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![সূচিপাড়া ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা](/assets/news_photos/2023/01/12/image-28308.jpg)
শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শাহরাস্তির ঐতিহ্যবাহী সূচিপাড়া ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ ফারুকুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ ইয়াছিন আরাফাত। সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনোয়ারা খানম, মোঃ নূরুল হক, মোঃ মোয়াজ্জেম হোসেন, শারমিন সুলতানা, মোঃ ওয়ালিউর রহমান মোল্লা, প্রভাষক আবদুল কাদের, মাজহারুল ইসলাম, খোদেজা আক্তার, সাবিনা ইয়াসমিন, ইমাম হোসাইন, পবিত্র চন্দ্র সাহা সহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভায় সকল বক্তাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পাশাপাশি সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন।