প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় হিতৈষী ক্লিনিককে জরিমানা](/assets/news_photos/2023/01/12/image-28307.jpeg)
চাঁদপুর শহরে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় হিতৈষী ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়। ১১ জানুয়ারি ছায়াবাণী মোড় এলাকায় বাজার তদারকির সময় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর টিমের এ অভিযান করা হয়েছে।
অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, ছায়াবাণী মোড় সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হিতৈষী ক্লিনিক প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় পনের হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।