বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
অনলাইন ডেস্ক

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগ কর্তৃক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক উৎপল চন্দ্র দাস। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী ফারজানা আক্তার এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী পূজা ঘোষ। ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় স্বাধীনতা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আল-আমিন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করে বলেন যে, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অভাব প্রতি মুহূর্তে অনুভব করেছে। তিনি যখন মুক্ত হয়ে পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসেন, সেদিনই সূচিত হয় বাংলাদেশের প্রকৃত বিজয় এবং পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। তার স্বদেশ প্রত্যাবর্তন আক্ষরিক অর্থেই শুধু প্রত্যাবর্তন ছিলো না, সেটি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তিরও অঙ্গীকার ছিল। তিনি আরও বলেন, আমি আশাবাদ ব্যক্ত করি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অতিথি ব্যতীত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূগোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন। উক্ত সেমিনারে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়