প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে প্রায় ২৫ জন পত্রিকা বিলিকারক পেলেন শীতবস্ত্র। উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ১০ জানুয়ারি মঙ্গলবার জনপ্রতি ২টি করে কম্বল দেয়া হয়। এর আগে সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপ্রাধনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মোঃ তোফায়েল আহমেদ ও মহিউদ্দিন আল আজাদ। সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিক কল্যাণ সমিতির প্রয়াত সদস্যগণের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য কাজী হারুন অর রশিদ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক এসএম চিশতী, সহ-সভাপতি মেহেদী হাসান ও মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রচার সম্পাদক রেজাউল করিম নয়ন, দপ্তর সম্পাদক সুজন দাস, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) শাখাওয়াত হোসেন শামীম, সদস্য গাজী মহিনউদ্দিন, সাইফুল ইসলাম সিফাত, এম আলী মজিবসহ অন্য সদস্যরা।
উল্লেখ্য, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে। পাশাপাশি পত্রিকা বিলিকারদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।