বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০

শাহ্তলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময়
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন এবং মাদরাসার ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ জানুয়ারি (মঙ্গলবার) মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, এ মাদরাসা শতবছরের পুরানো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে শিক্ষার মান অনেক ভালো। প্রতিষ্ঠানের ক্যাম্পাস এলাকায় সিকিউরিটি বৃদ্ধি করতে হবে। মাদরাসায় পাঠদান চলাকালে বহিরাগত কোনো লোক মাদরাসা ক্যাম্পাসে আসতে পারবে না, এজন্য মাদরাসার স্টাফসহ সকলকে সতর্ক থাকতে হবে। শ্রেণি কার্যক্রম চলাকালীন মাদরাসা গেইটে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে, যাতে বহিরাগত কোনো ব্যক্তি অপ্রয়োজনে মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ না করে।

মতবিনিময় শেষে তিনি বলেন, আজকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটির তাৎপর্য রয়েছে। আজকের দিনে জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

সভায় অংশ নেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, দ্বিতীয় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা কামাল হোসেন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজি প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম. হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আহসান হাবীব, সহকারী শিক্ষক মাওলানা আনিসুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, খণ্ডকালীন শিক্ষক মাওলানা শামসুদ্দোহা, সহকারী শিক্ষক মোঃ শরীফ হাওলাদার, হিসাবরক্ষক মোঃ শরীফুর রহমান খান, কম্পিউটার অপারেটর মোঃ রিয়াদ মিজি, মোঃ শরীফ খানসসহ অফিস সহায়কগণ।

সভায় সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানর সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়