বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিভাগীয় শেখ কামাল যুব গেমসে ৬টি ইভেন্টে অংশ নেবে চাঁদপুর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রামে বিভাগীয় শেখ কামাল যুব গেমসে অংশ নেবে চাঁদপুর। দলগত ও এককের ৬টি ইভেন্টেই অংশগ্রহণ করবে দলের খেলোয়াড়রা। জেলার ইভেন্টগুলোর দল গঠন উপলক্ষে আগামীকাল বুধবার চাঁদপুর স্টেডিয়ামে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

বিভাগীয় পর্যায়ের খেলাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি চট্টগ্রামের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। চাঁদপুর বিভাগীয় পর্যায়ে অংশ নেয়া ইভেন্টগুলো হচ্ছে : দলগত ইভেন্ট ( ফুটবল ও কাবাডি) ও এককে ব্যাডমিন্টন, অ্যাথলেট, টেবিল টেনিস ও দাবা।

চাঁদপুর জেলার বিভিন্ন ইভেন্টের দলগুলোর জন্য প্রমীলা ফুটবলে কোচ জাহাঙ্গীর গাজী, অ্যাথলেটে (ছেলে) স্বপন কুমার, (মেয়ে) শিখা ও নাজমা, কাবাডিতে সায়মন, দাবায় অরুণ সরকার ও টেবিল টেনিসে দায়িত্ব দেয়া হয়েছে শেখ তারেক হোসেন নূপুরকে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, এ জেলাতে গতকাল পর্যন্ত উপজেলা পর্যায়ে দলগুলোর খেলা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবেই খেলাগুলো শেষ হয়েছে। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর খেলোয়াড়দের বুধবার চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুরোধ রইলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়