বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে উচ্ছেদ অভিযান
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত ও অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। ৯ জানুয়ারি সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসা, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, অফিসার ইনচার্জ আঃ মান্নানসহ সরকারি কর্মকর্তা, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযানে অংশ নেন। সকালে পৌরসভার সামনে থেকে ওনুআ চত্বর এবং বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর থাকা দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন তারা। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের ভূমির উপর স্থাপিত অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে ৪৮ ঘন্টা সময় দেন ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে যেখানে সেখানে গড়ে ওঠা অস্থায়ী ও অনুমোদনহীন দোকান সরিয়ে নিতে ইতিপূর্বে মাইকিং করা হয়। সেই লক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে এই অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসা জানান, শহরে যানজট অসহনীয় হয়ে উঠেছে। এক মিনিটের রাস্তা পার হতে ৪/৫ মিনিট সময় লাগে। অবৈধ স্থাপনা ও দোকানদারদের যেখানে সেখানে মালামাল ফেলে রাখার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথমদিন উচ্ছেদের পাশাপাশি সতর্ক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়