বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

তারেক-জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল ৮ জানুয়ারি রোববার বিকেল তিনটায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, জনসমর্থন হারিয়ে সরকার দিশেহারা হয়ে পড়ছে। তারা বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চক্রান্ত করছে। এজন্যে জিয়া পরিবারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক অভিযোগে এনে নেতৃত্ব থেকে সরাতে চাইছে। এতে হয়রানি করা যাবে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। অবিলম্বে ফরমায়েশী রায় বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালি, যুগ্ম আহ্বায়ক মেহরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, কামরুজ্জামান হাসানাত, মোঃ খোকন মিজি, শামসুল আলম সূর্য, ইউসুফ আলী, ইয়াকুব বিন সায়েদ লিটন, অলি আহমেদ চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাখওয়াত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, পৌর আহ্বায়ক আরিফ বেপারী, সদস্য সচিব আঃ সবুর পাটওয়ারী রুবেলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়