বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুস্থ ও বেঁচে থাকার জন্যে কারাতে ও মার্শাল আর্টের বিকল্প নেই
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

জয়নুল কারাতে ও মার্শাল আর্ট সেন্টারের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল ৮ জানুয়ারি রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা জরুরি। পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের সুযোগ করে দিতে হবে। শরীরকে সুস্থ ও বেঁচে থাকার জন্য কারাতে ও মার্শাল আর্টের বিকল্প নেই।

তিনি আরো বলেন, অবশ্যই খেয়াল রাখতে হবে, এখান থেকে যা অর্জন করছো সেটা যেন তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারো। ক্ষমতার অপব্যবহার করে ভুল জায়গায় কারাতে ও মার্শাল আর্টের প্রভাব ফেলানো যাবে না। শুধু পড়ালেখায় নয়, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি তোমাদের শরীর ও মনকে সতেজ রাখে। জয়নুল কারাতে ও মার্শাল আর্ট সেন্টারের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

জয়নুল কারাতে ও মার্শাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে কারাতে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীর মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়