প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ](/assets/news_photos/2023/01/09/image-28187.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি এবং সম্পদ বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ জানুয়ারি রোববার বিকেলে শহরের নতুনবাজার থেকে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ করে জেলা যুবদলের নেতা-কর্মীরা। মিছিলে জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ও সিনিয়র যুগ্ম সম্পাদক সরোয়ার গাজী।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ফরমায়েশি রায় বর্তমান কর্তৃত্ববাদী ও নিশি রাতের সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মাফিয়া সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ভিত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলা ও ফরমায়েশি রায় প্রদান করছে। জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার সকল অপকৌশ করে ব্যর্থ হয়ে এখন নতুন নতুন ফন্দি ফিকিরে ব্যস্ত। কোনোভাবেই কোনো কিছু করে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ থেকে আলাদা করা যাবে না। বাংলাদেশের ফয়সালা রাজপথে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের অবিলম্বে মুক্তির দাবি করেন।