প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে সামাজিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল ইসলামিয়া পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা। ইউনিয়নের সরখাল গ্রামের একঝাঁক তরুণ উদ্যোক্তা গত তিন বছর আগে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গত তিনবছরে সংস্থাটি এলাকার দরিদ্রদের সহযোগিতা, হতদরিদ্রদের মেয়ে বিয়ে দেয়া, অসহায় পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা উপকরণ বিতরণ, গরিব রোগীদের চিকিৎসা ব্যয়ভার বহনসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ৮ জানুয়ারি রোববার স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ ইমরান মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ হাছান মাহমুদসহ সাধারণ সম্পাদক মোঃ খালেক হোসেন, ইউপি মেম্বার আবুল হোসেন মজুমদার, সংস্থার সদস্য মোঃ মাহবুব, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শরিফ হোসেন ও মোঃ সিফাত। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ হাছান, সহকারী শিক্ষক আব্দুল কাদির, আইউব তালুকদার, বিদ্যালয়ের সভাপতি, সহ-সভাপতিসহ আরো অনেকেই।