বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

শাহরাস্তি উপজেলার সেরা অধ্যক্ষ হুমায়ুন কবির
ফারুক চৌধুরী ॥

শাহরাস্তি উপজেলার সেরা অধ্যক্ষ হলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন। তাঁর জন্ম ১ আগস্ট ১৯৬৩ খ্রিঃ। বাবার নাম মরহুম একেএম হাবিব মিয়া। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন বাড়ির পাশের সূচিপাড়া যুক্ত প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৮ সালে তিনি এসএসসি পাস করেন। ১৯৮০ সালে তিনি লাকসাম এনএফ গভঃ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স পাস করেন। ১৯৮৪ সালে তিনি এমএ পাস করেন। ১৯৮৭ সালে তিনি সূচিপাড়া কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে মেহের প্রস্তাবিত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮০ সালে তিনি হাজীগঞ্জ জনতা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। সেখানে বেশ কবছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১০ সালে তিনি সূচিপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তখন একটি সেমিপাকা ঘরে কোনোরকমে ক্লাস করা হতো। কালের বিবর্তনে বর্তমান সরকারের সময়ে শাহ্রাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ঐকান্তিক প্রচেষ্টায় মাঠের উত্তর পাশে একটি ৪তলা একাডেমিক ভবন ও মাঠের পূর্ব পাশে আরও একটি ৪তলা দৃষ্টিনন্দন ভবন হয়। বর্তমান অবস্থায় সূচিপাড়া ডিগ্রি কলেজ সময়ের সেরা কলেজে পরিণত হয়। অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের প্রশাসনিক কাজে তিনি যেমন অভিজ্ঞ তেমনি রাজনৈতিকভাবেও তিনি প্রজ্ঞাবান। ছাত্র-ছাত্রীর সংখ্যাও অনেক বেশি, রেজাল্ট অত্যন্ত ভালো। এই কলেজ হতে পাস করে শিক্ষার্থীরা দেশের সেরা সেরা বিদ্যাপীঠে ভর্তি হয়ে দেশের মুখ উজ্জল করছে। সামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রেই তাঁর অসামান্য অবদান রয়েছে। যার কারণে তিনি একজন সফল অধ্যক্ষ হিসেবে শাহরাস্তি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন। সবশেষে প্রতিটি ক্ষেত্রেই তিনি সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। সে কারণে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকার সাংসদের তিনি আস্থাভাজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়