প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
![সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ বাস্তবায়নের দাবিতে ঢাকায় রোড মার্চ](/assets/news_photos/2023/01/08/image-28159.jpg)
গতকাল ৭ জানুয়ারি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যালঘু সম্প্রদায়কে দেয়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ১৮ বাস্তবায়ন ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়ে তাদের দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে অনুরোধ জানান। সমাবেশ শেষে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রানা দাশগুপ্তের নেতৃত্বে প্রধানন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত সমাবেশে চাঁদপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরীর নেতৃত্বে অংশ নেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহাসহ অ্যাডঃ ভাস্কর চন্দ্র দাস, গনেশ ভৌমিক, শ্যামল চন্দ্র দাস, গৌতম ঘোষ এবং শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলার সভাপতি রিপন কুমার সাহা প্রমুখ সনাতনী নেতৃবৃন্দ।