প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2023/01/08/image-28157.jpg)
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আয়োজনে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৭ জানুয়ারি শনিবার হাসপাতালের নিচতলায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ছাবেরা ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ খবির উদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ ইশরাত জাহান, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, সাবেক সভাপতি মুক্তা পীযুষ, তাসলিমা সুলতানা মুন্নী, সহ-সভাপতি রওশন আক্তার, মিতু আক্তার, আইএসও আফরোজা খাতুন, এডিটর নাসরিন আক্তার, সদস্য রুবিনা মরিয়ম প্রমুখ।