বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

বর্ণাঢ্য আয়োজনে আইনগিরি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির। ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বেসিক এইড এন্ড হস্পিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, শিক্ষানুরাগী ড. বিশ্বনাথ সরকার, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থী, প্রাক্তন খ্যাতিমান শিক্ষার্থী, ২০২২ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে বিপুল দর্শকের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়