প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ভাটিরগাঁও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন](/assets/news_photos/2023/01/07/image-28114.jpg)
ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাটিরগাঁও জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। দোয়াগীর হিসেবে উপস্তিত ছিলেন জৈনপুরের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ সূফী তাহসীন আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মোঃ কামরুল হাসান সাউদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, মসজিদ কমিটির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাস্টার।