প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
![এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে প্রথম আলো ॥ রেজিস্ট্রেশন চলছে অনলাইনে](/assets/news_photos/2023/01/07/image-28113.jpg)
সারাদেশের ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায়, ফ্রেশ ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই সংবর্ধনা আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়ে গেছে। অনলাইনে এই নিবন্ধন শেষ হবে ১০ জানুয়ারি ২০২৩। এখনো যারা রেজিস্টেশন বা নিবন্ধন করেনি তাদের দ্রুত ঘরে বসে মোবাইলে বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে https:/ww/w.gpa5reception.com/ এই সাইটে ঢুকে এটি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় চার হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।
নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে এই সংবর্ধনার অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেটি পত্রিকা ও ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।