প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শিলন্দিয়ায় প্রবাসীর বাড়ি ভাংচুর ও লুটপাট ॥ আহত গৃহবধূ](/assets/news_photos/2023/01/06/image-28072.jpg)
শিলন্দিয়ায় প্রবাসীর বাড়ি ভাংচুর ও লুটপাট এবং আহত হয়েছে গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর পৌরসভাধীন ১৪নং ওয়ার্ডের জেলা পরিষদের অপর পাশের্^ শিলন্দিয়ায় আব্দুল আলিম দেওয়ানের বাড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী আব্দুল আলিম দেওয়ানের বাড়িতে তার স্ত্রী বিথী আক্তার (২৮) তার দুই সন্তান নিয়ে একাই বসবাস করে আসছেন ২ বছর যাবৎ। এই বাড়িটি প্রবাসী আব্দুল আলিম দেওয়ান নিজে খরিদ করেছিলেন ২ বছর আগে। বর্তমানে এ বাড়িটির নির্মাণ কাজ চলছে। কিন্তু আব্দুল কাশেম গাজী (৩৭) পিতা-মৃত রহমান গাজী, মোঃ সম্রাট গাজী (২৫) পিতা-মিজান গাজী, মহিন (২৫) পিতা-গিয়াস উদ্দিন বাবুল, মায়া বেগম (৪০), স্বামী-গিয়াস উদ্দিন বাবুল, সিরাজুল ইসলাম বসু (৪২), পিতা-মৃত রহমান গাজী। জুলেখা বেগম (২৬) স্বামী-কাশেম গাজী গং প্রায় সময় গৃহবধূ বিথী আক্তারকে হুমকি ধমকি দিয়ে আসছে। তারা বলছে, নির্মাণ কাজ করতে পারবে না তাদের দাবিকৃত ৫ লক্ষ টাকা না দেয়া পর্যন্ত। এ কথাটি গৃহবধূ আমলে না নেয়ার কারণে ক’দিন যাবৎ দফায় দফায় গৃহবধূ বিথী আক্তারকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। বৃহস্পতিবার সকালে উপরোক্তরা আরো লোকজন নিয়ে অতর্কিত হামলা চালান গৃহবধূকে একা পেয়ে। এতে গৃহবধূর বুকে, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এছাড়া হামলাকারীরা বাড়ির আসবাবপত্রসহ দামী জিনিসপত্র ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। গৃহবধূ উপায়ান্তর না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করায় চাঁদপুর মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বিথী আক্তার নিজে বাদী হয়ে।
এলাকাবাসী জানান, কয়েক মাস ধরেই সম্রাট, মহিনরা এ গৃহবধূকে একা পেয়ে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তারা জোরালো পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা।