প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বাবুরহাট ইয়র্ক ফ্যাশানে মালিক-শ্রমিক মিলনমেলা](/assets/news_photos/2023/01/06/image-28069.jpg)
প্রতি বছর চাঁদপুরের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ইয়র্ক ফ্যাশানে মালিক-শ্রমিকের মিলনমেলা হয়। প্রথম দিকে মে দিবসে অনুষ্ঠিত হতো। পরবর্তীতে জানুয়ারির ১ তারিখে পরিবর্তন করা হয়। মে মাসে প্রচণ্ড গরম এবং ঝড়তুফানের জন্য এ পরিবর্তন। কোভিডের জন্য গত ক’বছর এ অনুষ্ঠানে করা যায়নি। এবার ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে আবার মালিক-শ্রমিক মিলে উক্ত অনুষ্ঠান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ ও তাঁর সহধর্মিণী চাঁদপুর জেলা পুনাকের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও তাঁর সহধর্মিণী, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার ও তাঁর সহধর্মিণী, চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন।