প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2023/01/05/image-28050.jpg)
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ৪ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা গ্রামের অসহায় মানুষের কথাও ভাবেন। তিনি আছেন বলেই আমরা ভালো আছি। এর আগেও আমরা অন্য প্রধানমন্ত্রী দেখেছি, যারা সাধারণ ও অসহায় মানুষের কোনো খোঁজখবর নেননি। কাজেই সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আবার ভোট দিয়ে শেখ হাসিনাকে এদেশের প্রধানমন্ত্রী বানাবেন এই প্রত্যাশা রাখছি। আজকে আপনাদের সন্তানরা বছরের প্রথমদিন বই পাচ্ছে।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীসহ নেতৃবৃন্দ।