বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের ফুলেল  শুভেচ্ছা
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর-৩ আসনের তিন তিনবারের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই সাথে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ৪ জানুয়ারি বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নতুন বাজারস্থ বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় প্রথমে সদর উপজেলা আওয়ামী লীগ, এরপর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় চাঁদপুর পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাডঃ হেলাল হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, হযরত আলী বেপারী, আল মামুন পাটোয়ারী, রাসেল গাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়