প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![অ্যাডঃ ইব্রাহিম খলিলের মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোক](/assets/news_photos/2023/01/05/image-28043.jpg)
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডঃ ইব্রাহিম খলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ কোহিনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনসহ ফোরামের অন্য সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম অ্যাডঃ ইব্রাহিম খলিল গত ১ জানুয়ারি দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ২০১২ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ২০২০ সালে সভাপতির দায়িত্ব পালন করেন।