প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মতলবে সিদ্দিক-নূর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান](/assets/news_photos/2023/01/05/image-28041.jpg)
মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ে সিদ্দিক-নূর শিক্ষা ট্রাস্ট ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে অসহায় মেধাবী কৃতী শিক্ষার্থী ৬৪ জনকে বৃত্তি প্রদান করা হয়। গত ৩ জানুয়ারি মঙ্গলবার ১১টার সময় নওগাঁও উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান করা হয়।
সিদ্দিক-নূর শিক্ষা ট্রাস্টের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও ট্রাস্টের ফ্যামিলি মেম্বার মামুনুল হক মজুমদার (মামুন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতীশ দীপংকর। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য বীর মুক্তিযোদ্ধা মোঃ কবির হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য মমিনুল হক রতন পাঠান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ প্রমুখ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক-নুর শিক্ষা ট্রাস্টের উত্তরধিকারী মোঃ আনিছুল হক মজুমদার, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সিদ্দিক-নুর শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মরহুম মোঃ সিদ্দিকুর রহমান মজুমদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। পরে ৬৪ জন অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অনুদান প্রদান করা হয় । অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।