প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চরিত্র গঠন আন্দোলন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা](/assets/news_photos/2023/01/04/image-28013.jpg)
অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্রগঠন আন্দোলন দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে গত ১ জানুয়ারি রোববার সকালে চরিত্রগঠন আন্দোলন পরিষদ উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ চাঁদপুর শহরস্থ রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের পাদদেশে ফুলেল শ্রদ্ধা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চরিত্রগঠন আন্দোলন পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সদস্য সচিব রাজন চন্দ্র দে, যুগ্ম সদস্য সচিব বিমল চৌধুরী, বাংলাদেশ অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, মহিলা সম্পাদিকা মমতা রাণী দাস, অঞ্জলি রাণী দাস, সদস্য অঞ্জন কুমার দাস, রতন দাস, প্রণব কুমার সাহা, গৌতম কুমার ঘোষ, সুকুমার দে, প্রিয়লাল ত্রিপুরা, উপেন ত্রিপুরা, টেনিসা ত্রিপুরা, ডেনিয়াল ত্রিপুরা প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর শহরস্থ পুরাণ আদালত পাড়ায় জন্ম নেয়া জগৎখ্যাত মানবদরদী মহাপুরুষ, অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শত বছর আগে চাঁদপুর শহরের অদূরে ঘোড়ামারার মাঠে চরিত্রগঠন আন্দোলন দিবসের শুভ সূচনা করেন। তিনি সে সময় বুঝতে পেরেছিলেন সৎ চরিত্রের অধিকারী না হলে সুন্দর জীবন গঠনসহ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তিনি হাজার হাজার ভক্ত-শিষ্য-অনুরাগীদের চরিত্রবান হওয়ার আহ্বান জানান এবং ভিক্ষাবৃত্তি পরিহার পূর্বক কর্মকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে অযাচক হওয়ার মন্ত্রে দীক্ষিত করেন। সেই থেকে তার অগণিত ভক্ত-শিষ্য-অনুরাগীরা পহেলা জানুয়ারিকে চরিত্রগঠন আন্দোলন দিবস হিসেবে পালন করে আসছেন এবং চরিত্রগঠন আন্দোলন দিবসে মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে এই দিনে আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় চরিত্রগঠন আন্দোলন পরিষদ ও চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদ এ আয়োজন করে।