প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বদান্যতায় শিক্ষার্থীগণ বই পেয়ে আনন্দিত](/assets/news_photos/2023/01/04/image-28010.jpg)
১ জানুয়ারি সরকারি ঘোষণা মোতাবেক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় সকাল ১০টায় বই উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার পূর্বে প্রিন্সিপাল ড. এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, আজকের এ মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। রুহের মাগফিরাত কামনা করছি যারা স্বাধীনতার জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন। এক সময় বইয়ের জন্য আমরা দ্বারে দ্বারে ঘুরতাম। আজ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বদান্যতায় শিক্ষার্থীগণ বই পেয়ে আনন্দিত। এসব পাঠ্য বইয়ে ঈমান আকিদাবিরোধী বক্তব্যগুলো বাদ দিয়ে ইসলামি আকিদা বিশ্বাস প্রতিস্থাপন এখন সময়ের দাবি। আশা করি সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অধ্যক্ষ, শিক্ষকম-লী ও অভিভাবকবৃন্দ।