প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মতলবে জাতীয় সমাজসেবা দিবস পালিত](/assets/news_photos/2023/01/04/image-28008.jpg)
মতলবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ ও ভাতা বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা যুবলীগের সবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সাংবাদিক সমীর ভট্টাচার্য বলু, শ্যামল ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন প্রমুখ।