প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![লেখক গাজী মুনছুর আজিজের বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া](/assets/news_photos/2023/01/04/image-28006.jpg)
লেখক, সাংবাদিক ও দৈনিক আলোকিত বাংলাদেশের সাহিত্য সম্পাদক গাজী মুনছুর আজিজের বাবা মোঃ মুনছুর গাজীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল ২ জানুয়ারি। এ উপলক্ষে ওই দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার নানুপুর জামে মসজিদে তার পরিবার ও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নানুপুর জামে মসজিদের পেশ ইমাম আবু বকর সিদ্দিক আল ফারাজী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের মুয়াজ্জিন মোঃ শামীম, মরহুমের বড় ছেলে গাজী মুনছুর আজিজ, চাঁদপুর সিটি কলেজের শিক্ষার্থী ও মুনছুর গাজী ফাউন্ডেশনের কর্মকর্তা সিয়াম দেওয়ানসহ স্থানীয় সুধীজন।
মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান, বৃক্ষ রোপণ, বই বিতরণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইনসহ নানা ধরনের সামাজকল্যাণমূলক কাজ করা হয়ে থাকে।