বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

সঠিক শিক্ষা ছড়িয়ে পড়লে দুষ্কৃতকারীরা বেশি দূর এগুতে পারবে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বাদ মাগরিব ঐতিহাসিক বেগম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঐতিহাসিক বেগম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। অথচ একদল লোক বিভিন্নভাবে ইসলামের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে। বর্তমানে ফেতনা অনেক বেড়ে গেছে। এই ফেতনার যুগে সঠিক শিক্ষা ছড়িয়ে পড়লে দুষ্কৃতকারীরা বেশি দূর এগুতে পারবে না। তিনি আরো বলেন, ইসলামের নামে অনৈসলামিক কাজ করা যাবে না। হক্কানী ওলামায়ে কেরামের পথে থেকে দিনের সঠিক দাওয়াত সবাইকে পৌঁছে দিতে হবে। আমার প্রত্যাশা বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার ছাত্ররা একদিন আদর্শ মানুষ হয়ে সমাজকে আলোকিত করবে।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার যে সব ছাত্র বিজয়ী হয়ে সংবর্ধনা পেলেন যারা তারা হলেন : ৩০ পারা গ্রুপে প্রথম স্থান হাফেজ মোঃ মেহেদী হাসান (পিতা সিরাজুল ইসলাম), ২য় হাফেজ মোঃ মেহেদী হাসান (পিতা মোঃ আবুল কালাম), ৪র্থ হাসান আব্দুল্লাহ (পিতা মোঃ আনিসুর রহমান), ৫ম মোঃ নাহিদুল ইসলাম (পিতা নাজির আহমদ), ২০ পারা গ্রুপে ১ম মোঃ মেহরাজ হোসাইন (পিতা মোঃ আব্বাস উদ্দিন), ৪র্থ মোঃ আব্দুল্লাহ (পিতা মোঃ মাসউদ), ৫ম মোঃ সাদ (পিতা মৃত আনোয়ার হোসেন) এবং ৫ পারা গ্রুপে ২য় মোঃ আফনান (পিতা সোহেল মিয়াজী)।

বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, গত ৩১ ডিসেম্বর জেলাব্যাপী হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আমাদের মাদ্রাসার ৮জন ছাত্র হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। প্রায় ৬শ’ ছাত্র এ প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্যে আমার মাদ্রাসার ছাত্র ১৯ জন অংশ নিয়ে ৮ জন বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়। তারা তখন আলেমদের পরিবেশে এবং অংশগ্রহণকারী প্রার্থীদের পরিবেশে এই পুরস্কার অর্জন করে। পরবর্তীতে আমরা আমাদের মাদ্রাসায় তাদের এই বৃহৎ পরিসরের পুরস্কার তাদের অভিভাবকদের মাধ্যমে হস্তান্তর করি এবং মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করেছি।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বেগম মসজিদ কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুল হাকিম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার অভিভাবক ও ছাত্রবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়