প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব](/assets/news_photos/2023/01/04/image-28000.jpeg)
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ১৪নং ওয়ার্ড¬ কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রিপন, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আমিন খান প্রমুখ।