প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব](/assets/news_photos/2023/01/03/image-27957.jpg)
সারাদেশের ন্যায় কচুয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, আবুল বাশার, এমদাদ হোসেন ও জাকির হোসেন, আবুল কাশেমসহ শিক্ষকবৃন্দ। একইদিন সকালে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, হাসিনা পারভীন, জাহাঙ্গীর আলম সুমনসহ অনান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৬টি মাদ্রাসা, ১৭১টি প্রাথমিক বিদ্যালয় ও ১১০টি কিন্ডারগার্টেনে ব্যাপক আনন্দঘন পরিবেশে নতুন বই গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। বই গ্রহণের জন্যে শিক্ষার্থীদের সাথে ছুটে আসে অভিভাবকরাও।