বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।

গতকাল ১ জানুয়ারি রোববার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা করছে, এটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দেয়ার ধারাবািহকতা রেখেছেন। আজকে যারা নতুন বই পাবে, তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে লেখাপড়া করবে। সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তোমরা পড়ালেখা করে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। তোমরা তোমাদের বইগুলো যত্নে রাখবে। শিক্ষার পাশাপাশি আচার আচরণ ভালো করতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমি স্কুল ও কলেজের দুটি গেইট করার জন্যে চেষ্টা করবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের নিকট বই পৌঁছে যাচ্ছে। বিশ্বে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। আজকের দিনটি তোমাদের জন্য আনন্দের দিন। বছরের প্রথমদিন তোমরা নতুন বই পাচ্ছ। সকল শিক্ষার্থী আজকে বই নিয়ে বাড়িতে যাবে, গিয়েই তোমাদের পিতা-মাতাকে বই দেখাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ বাপসা চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারী শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মনির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়