বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

মধুসূদন উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। আমন্ত্রিত অতিথিসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণকালে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহম্মদ আলী মাঝি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমরা খুবই ভাগ্যবান, ইংরেজি বছরের প্রথমদিনই বিনামূল্যে পাঠ্যপুস্তক হাতে পেয়েছ। অথচ আমাদের সময় আমরা এমন সুযোগ-সুবিধা পাইনি। বাবা-মা পড়ালেখার খরচ যোগাতে না পারার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীদেরও বিদ্যালয় থেকে ঝরে যেতে হয়েছে। কিন্তু এখন আর ঝরে যাওয়ার সুযোগ নেই। পড়ালেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এ সকল কাজ সারাদেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, যিনি আমাদের চাঁদপুরের কৃতী সন্তান। তোমরা শিক্ষার্থীরাসহ আমরা গর্বের সাথে বলতে পারি, দেশের শিক্ষামন্ত্রী আমার চাঁদপুরের মানুষ। তিনি আরো বলেন, তোমরা অবশ্যই অবগত আছো, বৈশ্বিক করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দাভাব চলছে। এমনি পরিস্থিতিতে নিন্দুকেরা ভেবেছিল এ বছর হয়তো নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীগণ বিনামূল্যে পাঠ্যপুস্তক হাতে পাবে না। কিন্তু না, মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনের ন্যায় এ বছরও নির্দিষ্ট দিনেই তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছেন। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির জন্য দোয়া করবে, যাতে তাঁরা এমনি করে আজীবন মানুষের সেবা করতে পারেন।

বিদ্যালয়ের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল, বিপ্লব চন্দ্র গোপ, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, নাজনীন নবী, দুলাল চন্দ্র রায়, বিশ্বজিৎ চন্দ প্রমুখ।

বছরের প্রথমদিন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়