প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![গুণরাজদী সপ্রাবিতে বিনামূল্যে বই বিতরণ](/assets/news_photos/2023/01/02/image-27901.jpg)
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের দর্জি ঘাট সংলগ্ন গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সপ্রাবি) বই উৎসবে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি ২০২৩) সারাদেশের ন্যায় এ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়।
এতে প্রধান অতিথি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনসহ শিক্ষক-শিক্ষিকাগণ ও কমিটির অন্য সদস্যবৃন্দ এবং অভিভাবকসহ সকল ছাত্র-ছাত্রী।
প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে বই যথাসময়ে সরকার পৌঁছে দেয়ায় আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরেছি।