বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায়

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের প্রতি সবসময় দৃষ্টি রাখছেন

-----------------স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব ডাঃ দুলাল কৃষ্ণ রায়

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের প্রতি সবসময় দৃষ্টি রাখছেন
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব ডাঃ দুলাল কৃষ্ণ রায়। এ সময় তিনি বলেন, সবসময় রোগীদের প্রতি খেয়াল রাখতে হবে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি ভালো থাকলে রোগীরা ভালো সেবা পাবেন। রোগীর চিকিৎসা ব্যয় কমাতে রোগ নির্ণয়ের সব পরীক্ষা যথাসম্ভব সরকারি হাসপাতালে করার চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের প্রতি সবসময় দৃষ্টি রাখছেন।

২৮ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আশ্রাফ আহামেদ চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মুজাম্মেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল শাখার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ মাহমুদুর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসদুজ্জামান জুয়েল।

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ মামুন আহমেদ ভূঁইয়া, ডাঃ কামরুল হাছান, ডাঃ নজরুল আহমেদ, ডাঃ মাকছুদুল হাছানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়