প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প পরিদর্শন](/assets/news_photos/2022/12/31/image-27817.jpg)
শাহরাস্তিতে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিভিন্ন প্রকল্প সাংবাদিকদের সাথে নিয়ে পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ৩টি ইউনিয়নের ৪টি প্রকল্প পরিদর্শন করেন তিনি। কাজের গুণগত মান বজায় রাখতে এবং সঠিকভাবে কর্মসূচি পালন করতে সাংবাদিকদের সাথে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার এ উদ্যোগ কাজের গতি বৃদ্ধি ও সফলভাবে প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে বলে অনেকেই মনে করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অতি দরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিকদের জন্যে স্বল্প মেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলোর সুরক্ষার লক্ষ্যে গত নভেম্বর মাস থেকে উপজেলার সবক’টি ইউনিয়নে অনেক প্রকল্প চলমান। এসব প্রকল্পে যথাযথ শ্রমিক নিয়োগ ও কাজের মান ঠিক রাখার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে দারুনকরা ব্রীজ থেকে চটকী বাড়ি কালভার্ট পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ কাজ, দেবকরা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিজয়পুর কেরানী সাহেবের দোকান থেকে মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ কাজ ও চিতোষী পূর্ব ইউনিয়নের কালোচোঁ মানিক মেম্বারের বাড়ি থেকে রাব্বানীর বাড়ির সামনে পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আলম বেলাল ও প্রকল্প সংশ্লিষ্ট সভাপতি এবং প্রকল্প কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ জানান, গ্রামীণ অবকাঠামো, রাস্তা, মাঠ-ঘাট, রাস্তা সংলগ্ন পুকুর পাড়ের উন্নয়ন ও খাল খনন প্রকল্পের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় ১ হাজার ৯৬ জন শ্রমিক প্রতিদিন ৪ শ’ টাকা মুজরি হারে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছেন।