প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল](/assets/news_photos/2022/12/31/image-27813.jpeg)
শাহরাস্তির বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আশেক আলী স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আশেক আলী সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় লালদল একাদশ ৩-১ গোলের ব্যবধানে সবুজ দল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সরকারে বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, পেরুয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন তালুকদার, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুকবুল চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা জসিম, গাজী আহসান, আলমগীর কবির পলাশ, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, নেছার পাটওয়ারী, জেল ছাত্রলীগ নেতা স্কেন্দার মিয়া সুমন, শরীফ, বাবলা, ওমর ফারুক সুমন, সুমন মিয়াজী, সুজন, রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়ন দৈকামতা বায়তুল ফালাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন।